টোকে দেখার মত অনেক কিছুই আছে। তারমধ্যো অলেীকিকভাবে মাটি ভেদ করে যে মসজিদ টি গড়ে উঠেছিল সেটি হল সুলতানপুর দরগা পাড়া শাহী মসজিদ।এটি কে অনেকে গাইভী মসজিদ বলে। এটির স্থান হল প্রথমে টোকে আসতে হবে, তারপর টোক বাজার থেকে সুলতানপুর গ্রামে রাস্তার পাশেই এটি অবস্থিত।এই মসজিদে যে যেই নিয়ত করে নামাজ পড়ে যায় আল্লাহ তার মনের নেক বাসনা পুরুন করে। অনেক দূর দুরান্ত থেকে এখানে লোকজন আসে নামাজ পড়তে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস