Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতীমামলাররায়

পূর্ববর্তী মামলার রায়:                                        

স্থানীয় আপোষ নামা                                                                                                               

মোঃ মোজাম্মেল হক(পাষান),পিতা - রফিজ উদ্দিন, সাং - ডুমদিয়া, থানা - কাপাসিয়া, জেলা - গাজীপুর।

 বাদী/ ১ম পক্ষ

বনাম

১। জুয়েল,পিতা, ফাইজ উদ্দিন, সাং- ডুমদিয়া, পোঃ- ডুমদিয়া, কাপাসিয়া, গাজীপুর।২। হেলাল পালোয়ান,পিতাঃ- রেহান উদ্দিন (রেনু) ৩। আল আমিন,পিতা -আবুল হোসেন, সর্ব সাং-ডুমদিয়া, থানা - কাপাসিয়া, জেলা - গাজীপুর।

 বিবাদী / ২য় পক্ষ

 

অদ্য রোজ সোম বার তাং- ২০/৭/১২ইং তারিখ সকাল ১১ঘটিকার সময় বাদীও বিবাদীগনের অনুরোধে অত্র ১ম পপক্ষের বাড়ীর নিকটেআপোষ মীমাংসার লক্ষেএলাকারগন্যমান্যদের নিয়ে এক গ্রাম্য সালিশের আয়োজন করেন । উক্ত সভায় সংশিস্নষ্ঠইউনিয়নের চেয়ারম্যান জনাব এম এ জলিলউক্ত সভার কাজশুরম্ন হয়। পরবর্তীতে অত্র ১ম পক্ষেও ২য় পক্ষের বক্তব্য শুনিয়া ও এলাকারগন্যমান্যদের এবং  সংশিস্নষ্ঠ ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান এর সুপরামর্শে  নিন্ম লিখিত শর্ত সাপেক্ষেআপোষ মীমাংসায়উপনিতহয়।

 

শর্ত সমুহঃ

 

১। যেহেতু অত্র মামলার বাদী ও বিবাদী একই গ্রামের ও একই এলাকার মানুষ এবং আত্নীয়-স্বজন বটে।

 

২। যেহেতু উভয় পক্ষই ভবিষ্যতে শামিত্মতে বসবাস করিতে আগ্রহী।

 

৩। যেহেতুউভয় পক্ষেই এক সাথে মিলে মিশে চলিবে এবং ভবিষ্যতে কোন ঝগড়া ফেসাদ করিবে না।

 

৪। যেহেতু অত্র মামলার ২য় পক্ষগন অত্র মামলা হইতে অব্যহতি কিংবা খালাসপাইলে ১ম পক্ষের কোন আপত্তি নাই। এবং ২য় পক্ষগন খালাস পাইয়া অত্র ১ম পক্ষেরবিরোধ্যে ভবিষ্যতে কোন মামলা মোকাদ্দমা করিবে না ।

 

৫। যেহেতু কোন পক্ষগনেরই কোন আর্থিক দাবী দাওয়ানাই। এবং প্রত্যেক পক্ষই মামলা নিষ্পত্তি হউক মর্মে উক্ত আপোষ নামা লিখিত পড়ত হয়।

চলমান পাতা

৬। যেহেতু উভয় পক্ষঅত্র বিরোধ সনুনরম্নপে নিরসন চায়।

 

৭। যেহেতু অত্র মোকাদ্দমা ১ম ও ২য় পক্ষগন সকল কিছুই পড়িয়া শুনিয়া ও মর্ম অবগত হইয়া উভয়ই নিজ নিজ নাম সহি সম্পাদন করিলেন।

 

 

 

স্বাক্ষীগন                                                                                  ১ম পক্ষ

১।                                                                                   ১।

২।  

৩।

৪।

৫।                  

                                                                                             ২য় পক্ষ

                                                                                      ১।

                                                                                      ২।