বিদ্যালয়টি গ্রামের মাঝামাঝি স্হানে ব্রহ্মপুত্র নদ ও টোক আড়ালিয়া রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত। কাছে একটি মসজিদ,ফসলের মাঠ,ও কয়জ বিল অবস্হিত।বিদ্যালয়ে ২টি ভবন,২ টি নলকুপ,২টি টয়লেট আছে।
১৯৭৬ ইং সনে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
২০০৮ সালে ১০০%,২০০৯ সালে ৯৩%,২০১০ সালে ১০০%,২০১১ সালে ১০০%,২০১২ সালে ১০০%।
অধ্যাপক,ডাক্তার, পুলিশ,ইঞ্জিনিয়ার
বিদ্যালযের পরিবেশ উন্নয়ন,ভর্তির হার ১০০% ধরে রাখা,মান সম্মত শিক্ষাদান নিশ্চিত করা
উপজেলা সদর থেকে ২৪ কি:মি: দুরে টোক আড়ালিয়ার রাস্তার দক্ষিণ পাশে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস