শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র বিধৌত, হযরত শাহদরিয়া (রা:) এর স্মৃতি বিজরিত পূন্যভুমি ঐতিহাসিক টোক, গাজীপুর- কিশোরগঞ্জ মহাসড়কের পশ্চিম পার্শে ৩.৪৬ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত।কলেজটির ইআইআইএন(EIIN)১০৯৩২৫ , ঢাকা শিক্ষা বোর্ডের কোড নং-২৩২৬, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোড নং-৫৫৩১ এমপিও কোড নং-২৭০৪০১৩১০১, উপবৃত্তি কোড নং- ৩৩৩৩৬৩২।
টোক ইউনিয়নের আপামর জনগনের লালিত স্বপ্ন (আলোকিত মানুষ) গড়ার লক্ষ্যে গ্রামীণ সমাজ ও নারী শিক্ষার অগ্রযাত্রা সামনে এগিয়ে নিতে এলাকাবাসীর আহবানে সাড়া দিয়ে টোকের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লায়ন শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ টোক কলেজ প্রতিষ্ঠার মহান লক্ষ্য নিয়ে এগিয়ে আসেন। এক বিশাল জনসমাবেশে তিনি টোকে কলেজ প্রতিষ্ঠার জন্য ৯ বিঘা জমি ও পনের লক্ষ্য টাকা প্রদানের প্রতিশুতি ব্যক্ত করেন। সর্বস্তরের মানুষের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত হয় শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ মহাবিদ্যালয়।কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন গাজীপুর জেলার তৎকালীন জেলা প্রশাসক জনাব এ, করিম ।০১-০৬-১৯৮৯ তাখি থেকে কলেজটি এমপিও ভুক্ত হয় এবং ২০১২-২০১৩ শিক্ষা বর্ষ থেকে কলেজটি ডিগ্রী পরযায়ে উন্নীত হয়।
এই কলেজের কমিটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আনিসুর রহমান।
৫৬জন।
সন্তোষজনক।
কলেজে অনার্স কোর্স চালু করা।
কাপাসিয়া টোক রাস্তার পার্শে বাস, অটো, লেগুনা ইত্যাদি পরিবহনের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস