গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম পার্শে মনোরম পরিবেশে ১৯৭১ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১০ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত আছে। বিদ্যালয়ে বর্তমানে ছাত্র- ছাত্রীর সংখ্যা ৩১৬ জন।
ঐতিহাসিক ১৯৭০ এর নির্বাচন পূর্ববর্তী অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ এ, কে, এম, আছমত আলী সাহেবের উদ্যোগে অত্র দরিদ্র জনগনের মনের প্রত্যাশা পূরনের সুবিধার্থে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একমত পোষন করে ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে একটি দ্বিতল ভবন ও দুইটি সেমি পাকা ভবন রয়েছে।
| সন | মোট পরীক্ষার্থী S, s, c | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ |
|
| ৮৭ |
২ | ২০১১ |
|
| ৯০ |
৩ | ২০১২ |
|
| ৮০ |
৪ | ২০১৩ |
|
| ৮১ |
৫ | ২০১৪ |
|
| ৯০ |
| সন | মোট পরীক্ষার্থী j , s, c | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ |
|
|
|
২ | ২০১১ |
|
| ৪৯ |
৩ | ২০১২ |
|
| ৭৬ |
৪ | ২০১৩ |
|
| ৭৬ |
৫ | ২০১৪ |
|
| ৯৬ |
নাই।
ভাল ফলাফলের জন্য যথাসাধ্য চেস্টা করা হচ্ছে।
বৃত্তি সহ জি পি এ -৫ প্রাপ্তির প্রত্যাশা।
ভাল
সন্তোষজনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস