বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ঐ বছরই জাতীয় করন করা হয় বিদ্যালয়টি ১টি আদা পাকা ও১ টি পাকা ভবন আছে এই বিদ্যালয়ে একটি অফিস কক্ষ সহ ৪ টি শ্রেনী কক্ষ আছে বিদ্যালয়ে একটি খেলার উপযোগী মাঠ আছে।
হামিদ বি, এস,সি আঃ রহমান এবং মোঃ সাহজাহান এই তিন জনের উদ্যোগে ১৯৭৫ সালে বিদ্যালটি প্রতিষ্ঠিত হয়।
সভাপতি: জনাব, মো: শাহজাহান
মোট: ১১ জন
১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট অধ্যয়ন রত শিক্ষার্থী ২৪৮ জনের মধ্যে সুবিদা ভোগী শিক্ষার্থী ১৮৬ জন
১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট অধ্যয়ন রত শিক্ষার্থী ২৪৮ জনের মধ্যে সুবিদা ভোগী শিক্ষার্থী ১৮৬ জন
বিদ্যালয় থেকে লেখা পড়া করে অনেকে উচ্চতর ডিগ্রী লাভ করেছে ।
বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভেঙ্গে একটি নতুন ভবন নির্মান সীমানা প্রাচীর নির্নান , মাধ্যমিক স্তরে উন্নীত করান সুন্দর একটি ফটক নির্মান।
উপজেলা সদর থেকে রিকসা ও বাসযোগে যাতায়ত করাযায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস