বহ্মপুত্র ও শীতলক্ষা নদীর সন্নিকটে টোক বাজারের দক্ষনি পার্শে টোক ইউনিয়নের প্রানকেন্দ্র অবস্থিত।
ভাওয়াল রাজার ভাই রনেন্দ্র নারায়ন বাবুর স্তরী সরজুবালা দেবীর নামানুসারে ১৯১৪ খ্রি: একমাত্র নারী শিক্ষা প্রতিষাঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়।
| সন | মোট পরীক্ষার্থী | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ | ৫৩ জন | ৩৭ | ৬৯.৮২% |
২ | ২০১১ | ৪৪ জন | ৩৮ | ৮৬.৩৬% |
৩ | ২০১২ | ৫৮ জন | ৪৮ | ৮২.৭৫% |
৪ | ২০১৩ | ৫৫ জন | ৫৩ | ৯৬.৩৬৫% |
৫ | ২০১৪ | ৪৯ জন | ৪৫ | ৯১.৮৪% |
বিদ্যালয়টিতে প্রতি বছর শিক্ণার্বত্তি পেয়ে আসছে।
আমাদের এলাকার নারীদের উচ্চ শিক্ণায় শিক্ণিত হওয়ার সুযোগ ই আমাদের একটা বিশাল অর্জন।বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যো বর্তমানে সচিব পর্য়ায়ে চাকুরীরত।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যামিক মহিলা কলেজজে রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে।
জেলা সদর থেকে সরাসরি বাসে চড়ে ষ্কুলের গেটে নামা হয়।
শ্রেনী ওয়ারী মেধাবী ছাত্রী সংখ্যা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস