গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন টোক ইউনিয়নের ঢাকা- টু কিশোরগঞ্জরে মহাসড়কের পূর্ব পাশে মনোরম পরিবেশে অবস্থিত।বর্তমানে ৮ কক্ষ বিশিষ্ট ১ টি দ্বিতল ভবন ও ৬ কক্ষবিশিষ্ট ৩ টি টিনসেট বিল্ডিং রয়েছে।এছাড়া ৪ ট টয়লেট ও ২ টি টিউবওয়েল রয়েছে।
প্রতিষ্ঠানটি ১৯৭১ সালে নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।১৯৮০ সালে এম, পি, ও ভুক্ত হয়।১৯৯০ সালে সহশিক্ষা সহ ৯ম শ্রেনী অনুমতি পায় এবং ১৯৯১ সালে s, s, c দেওয়ার অনুমতি পায়।বর্তমানে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে সুনামের সহিত প্রতি বছর j, s, c ও s, s, c
পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। প্রতিষ্ঠানের মোট জমির পরিমান ১.৭০ শতাংশ।
| সন | মোট পরীক্ষার্থী S, s, c | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ | ৭৬ জন | ৪০ | ৫৭% |
২ | ২০১১ | ৭০ জন | ৫৯ | ৮৪% |
৩ | ২০১২ | ৬৮জন | ৫৯ | ৮৬.৭৬% |
৪ | ২০১৩ | ৬৩ জন | ৬১ | ৯৭% |
৫ | ২০১৪ | ৭০জন | ৬৭ | ৯৫.৭১% |
| সন | মোট পরীক্ষার্থী j , s, c | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ | ৭৬ জন | ৫২ | ৬৮% |
২ | ২০১১ | ৯১ জন | ৮৭ | ৯৫.৬% |
৩ | ২০১২ | ১৩০ জন | ১০৬ | ৮২% |
৪ | ২০১৩ | ১০০ জন | ৯৫ | ৯৫% |
৫ | ২০১৪ |
|
|
|
২০১৩ সালে মেধাবী ২ জন।
২০১৪ সালে সাধারন ৪ জন।
সন্তোষজনক।
শতভাগ পাস সহ অধিক সংখ্যক জি পি এ ৫( পাঁচ) পাওয়া।
উপজেলা সদর থেকে বাসে করে বীরউজলী বাজার এর পূর্ব পাশে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস