৬ষ্ঠ থেকে ১০ শ্যেনী পর্যন্ত অনুমোদিত।বিজ্ঞান ও কৃষি শাখা বিদ্যমান। শিক্ষার্থীর সংখ্যা ৪০৮ জন। নিচু জলাশয় বেষ্টিত উচু স্থানে সুন্দর পরিবেশে অবস্থিত।
স্বাধীনতা লগ্নে, স্বাধীনতা পক্ষের নেতৃ বর্গের হস্তক্ষেপ এবং পূর্ব থেকেই গ্রামের াতি সাধারন মানুষের আন্তরিকতা ও চাহিদা অনুযায়ী শিক্ষা বিভাগ কর্তৃ পক্ষের দ্বারা বিদ্যালযটি প্রতিষ্ঠিত।
| সন | মোট পরীক্ষার্থী S, s, c | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ | 27 | 23 | 85.81% |
২ | ২০১১ | 45 | 30 | 66.67% |
৩ | ২০১২ | 53 | 37 | 69.81% |
৪ | ২০১৩ | 39 | 38 | 97.44% |
৫ | ২০১৪ | 53 | 52 | 98.11% |
| সন | মোট পরীক্ষার্থী j , s, c | মোট পাস | পাসের শতকরা হার |
১ | ২০১০ | 50 | 47 | 94.00% |
২ | ২০১১ | 56 | 55 | 98.21% |
৩ | ২০১২ | 81 | 77 | 95.06% |
৪ | ২০১৩ | 70 | 69 | 98.57% |
৫ | ২০১৪ |
|
|
|
৮ম শ্রেনীতে ২০১০ সালে ৪ জন, ২০১১ সালে ০১ জন বৃত্তি প্রাপ্ত।
বিভিন্ন সময় A+ ও বৃত্তি প্রাপ্ত বিশ্ববিদ্যাল / অন্যান্য মানস্মপন্ন প্রতিষ্ঠানে ভর্তি।স্নাতক/স্নাকোত্তর পাশের পর ভাল অবস্থানে কাজ করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ও পুর্সকার প্রাাপ্ত। প্রতিষ্ঠনের প্রতি খেয়াল রাখা।
উন্নত / শহরের পরিবেশের মত গৃহ ও অন্যান্য ব্যবস্থা, অধিকতর, মেধাবী ছাত্র- ছাত্রী তৈরী ইত্যাদী।
বিদ্যালয় হইতে উপজেলা সদরে যাওয়ার একটি পাকা রাস্তা । শিক্ষক শিক্ষার্থী দের যাতায়াত রাস্তা ভাল নয়, কাঁচা রাস্তা। বর্ষা কালে খুবই খারাপ থাকে।
শতকরা ৪/৫ জন মেধাবী ছাত্র/ছাত্রী ব্রতমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস