১৯৭৫ সনে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি রাস্তার ৪০০ গজ দুরে আধাপাকা টিনসেট ভবন।মনোরম ছায়া গেড়া গাছ দ্বারা বেষ্টিত। সবার দৃষ্টি কাড়ার মত।এর সৌন্দর্য ও বৃদ্ধি পেয়েছে পশ্চিম পাশে পুকুর থাকার কারনে।
অত্র প্রতিষ্ঠানটি ১৯৭৫ সনে এলাকার ধর্মপ্রান মানুষের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়।১৯৭৭ সনে দাখিল পর্যায়ে স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৩ সনে এম,পি , ও ভুক্ত হয়। ১৯৮৫ সনে আলিম অনুমোদন লাভ করে।
৮৫%
৬ষ্ট ৭ জন ছেলে,২জন মেয়ে।
৭ম ৭ জন ছেলে ,১ জন মেয়ে।
৮ম ৭জন ছেলে,২ জন মেয়ে।
৯ম ৭জন ছেলে, ৩ জন মেয়ে।
১০ম ছেলে ১জন ,মেয়ে ৩জন।
আলিম ছেলে ৬জন,মেয়ে ৬ জন।
প্রতিবছর ৯০% পাশ সহ এলাকার জনগন ও উর্ধতন কর্তৃপক্ষের নজর কেরেছে।
প্রতিষ্ঠানটিকে আকর্ষনীয় ও অন্যান্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
উপজেলা সদর থেকে ২১ কি: মি: দুরে বাইসাইকেল ,মটরসাইকেল,মটর কারযোগে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস