গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পশ্চিম পার্শে এক মনোরম পরিবেশে অবস্থিত।বর্তমানে ৮ কক্ষ বিশিষ্ট ১ টি দ্বিতল ভবন, ১২ কক্ষ বিশিষ্ট ০২ টি টিনসেড বিল্ডিং রয়েছে। এছাড়া ০৬ টি টয়লেট ০৪ টি টিউবওয়েল রয়েছে।
মরহুম মুন্সী মো: ছাবির উদ্দিন, মরহুম মাও: মো: সেকান্দর আলী , মরহুম ডা: মো: হোসেন আলূী ,মরহুম মো: হাজী থিরু বেপারী, মরহুম মো: আশ্রব আলী প্রধান, মরহুম মো: হাসেন উদ্দিন , মরহুম মোহাম্মদ আলীসরকার ও এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গের সহযোগীতায় উক্ত মাদ্রাসাটি ১১৪০ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে।১৯৫৬ ইং সনে দাখিল,১৯৬৭ইং সনে আলিম ও ১৯৭৭ সনে ফাজিল হিসাবে সরকারী মুন্জুরী প্রাপ্ত হয়।
২০১৩ ইং মেধা ০২ জন, ২০১৪ ইং মেধা ০২ জন, GPA- 5 প্রাপ্ত।
সন্তোষজনক।
১৯৫৬ ইং সনে হইতে অদ্যবধি পাবলিক পরীক্ষায় শতকরা ৯০ ভাগের উর্ধে পাশ করিয়া আসিতেছে।
উক্তমাদ্রাসাটিতে ফাজিল অনার্স কোর্চ খোলার জন্য ।তাহারা কুষ্টিয়া ইসলামী ব্শ্বি বিদ্যালয় হইতে অনুমোদনের জন্য চেষ্টা চালাইয়া আসিতেছেন।
ব্যবস্থা:টোক থেকে আড়ালিয়া বাজার হতে দক্ষিণে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস